How to increase your C drive or create a new drive in your laptop

কিভাবে আপনার পিসির সি ড্রাইভ কেপাসিটি বাড়াবেন অথবা কিভাবে আপনার ল্যাপটপে নতুন একটি ড্রাইভ তৈরি করবেন। চিন্তায় অস্তির। নেটে অনেক ঘাটাঘাটি করেও কোনো সমাধান পাচ্ছেন না। এই লিংকে ক্লিক করলে আরেক লিংকে নিয়ে যায়!!!

আজকে আপনাদের সবার জন্য একদম ফ্রেশ সমাধান নিয়ে এলাম। কোথাও কোনো ক্লিক করতে হবেনা। কেবল সফটওয়্যার টি নামাবেন এবং নির্দেশিকা ফলো করবেন।

প্রথমেই বলে রাখা ভাল আপনি কেনো সি ড্রাইবের সাইজ বাড়াবেন। বর্তমানে সকল ল্যাপটপে উইন্ডোজ দেয়া থেকে এবং কোনো ড্রাইভ দেয়া থাকেনা। এতে  কি হয়! অনেক সময় উইন্ডোজ ক্রাশ করলে আমাদের সকল তথ্য বিশেষ করে অনেক পারিবারিক/ ব্যাক্তিগত ছবি ডিলিট হয়ে হয়। এছারাও অনেল দরকারি ফাইল মুছে যায়। যেগুলো আমাদের অনেক প্রয়োজনীয় জিনিস। তাই আমাদের উচিত ল্যাপটপে আলাদা ড্রাইভ তৈরি করে তাথে সেভ করে রাখা। কোনো সময় উইন্ডোজ ক্রাশ অথবা নতুন উইন্ডোজ সেটআপ দিলে যেন আমাদের মুল্যবান জিনিসগুলো থাকে।

ইন্টারনেটে অনেক ফ্রি সফটওয়ার পাওয়া যায় যা দিয়ে ড্রাইভ বানানো যায় কিন্তু রেজিস্ট্রেশন করতে বলে । কোনোটি আবার ক্রেডিট কার্ড তথ্য চায়। এগুলো আমাদের হাতের নাগালের বাইরে।

তাছাড়া অনেক সাইটে সফটওয়্যার পাও্যা গেলেও তা নামানো অনেক জামেলার। বিভিন্ন লিংকে ঘুরাতে ঘুরাতে একদম বিরক্ত। আপনাদের সাথে আজকে যে সফটওয়্যার শেয়ার করব না একদম সহজ ও সুন্দর একটি সফটওয়্যার। কোনো ধরনের রেজিস্ট্রেশন ছারাঈ আপনি এটি দিয়ে সি ড্রাইভের সাইজ বাড়াতে পারবেন অথবা নতুন ড্রাইভ তৈরি করতে পারবেন। সফটওয়্যার টি হচ্ছে এওএমইআই পারটিশন এসিস্টেন্ট।

aomei partition assistant একটি চমকপ্রদ সফটওয়্যার। ওয়েবসাইটের লিংক থেকে আপনারা সহজেই নামিয়ে নিতে পারবেন। এছারাও আপনাদের কোনো হেল্প লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কমেন্ট লিখে জানাতে পারেন ।

ওয়েবসাইট লিংক https://www.aomeitech.com/pa/standard.html

Application name: AOMEI partition assistant.

Download freeware version without any difficulties. if you face any problem, just comment your issue we will  response as soon as possible.

Comments

comments