নতুন সংযোগে রবি দিচ্ছে ১৬ জিবি ইন্টারনেট, ১জিবি মাত্র ৯ টাকা

প্রতিটি রবি প্রিপেইড সংযোগের জন্যে রবি দিচ্ছে ১৬ জিবি ইন্টারনেট । ৯ টাকা রিচারজে ১ জিবি ইন্টারনেট পভোগ করতে পারবেন ১৬ বার!

৯ টাকায় ১ জিবি ইন্টারনেট

প্রথমবার ৩৪ অথবা ৫৪ টাকার ইজিলোড রিচার্জের পর ৯ টাকা ইজিলোড রিচার্জ করে আপনি ১ জিবি ইন্টারনেট কিনতে পারবেন।

৯ টাকায় ১ জিবি ইন্টারনেট প্যাক কিনতে হলে আপনাকে অবশ্যই প্রথমে ৩৪ টাকা অথবা ৫৪ টাকা রিচার্জ করতে হবে। প্রথমবার রিচার্জ অর্থ হচ্ছে এর আগে কখনো রিচার্জ করা হয়নি।

  • ১ জিবি ইন্টারনেট প্যাকের মেয়াদ: ৭ ক্যালেন্ডার দিন (গ্রহণের দিন থেকে)
  • ইন্টারনেট ব্যবহার সময়: ২৪ ঘন্টা
  • কতবার কেনা যাবে:
    • সর্বোচ্চ ১৬ মাস পর্যন্ত মাসে ১ বার।
    • প্যাক কেনার দিন থেকে ৩০ ক্যালেন্ডার দিনের মধ্যে ১ জিবি ইন্টারনেট প্যাক নিষিদ্ধ থাকবে।
    • ৩০ দিনের মধ্যে ৯ টাকা রিচার্জ করা হলে সেটি স্বাভাবিক মূল অ্যাকাউন্ট ব্যালেন্স হিসেবে গৃহীত হবে, এবং ১ জিবি ইন্টারনেট বরাদ্দ হবে না।

২৫ টাকা মূল অ্যাকাউন্টে এবং সেই সাথে ২ জিবি ইন্টারনেট ও ৩৫ মিনিট রবি/এয়ারটেল মিনিট

৫৪ টাকা প্রথমবার রিচার্জ করলে গ্রাহক নিচের সুবিধাদি উপভোগ করবেন:

  • ৭ দিন মেয়াদে ২ জিবি ইন্টারনেট ও ৩৫ মিনিট (রবি-রবি/এয়ারটেল) মিনিট পাবেন।
  • ২৫ টাকা মূল অ্যাকাউন্টে পাবেন
  • এটি নতুন সিমের গ্রাহকদের জন্যে (এককালীন একটি অফার।

রিচার্জ-ভিত্তিক রেট-কাটার:

বিবরণ ২৯ টাকা ইজিলোড রিচার্জ
রবি-রবি/এয়ারটেল (পয়সা/সেকেন্ড) ০.৫
রবি-অন্যান্য অপারেটর (পয়সা/সেকেন্ড)
মেয়াদ (দিন) ৩০ (প্রথমবার ৩৪ টাকা অথবা ২৯ টাকা রিচার্জের ক্ষেত্রে); ৯০ (প্রথমবার ৫৪ টাকা রিচার্জে ক্ষেত্রে)

বিশেষ ডাটা প্যাক:

  • ৫১ টাকায় ৩ জিবি ইন্টারনেট = ১ জিবি নিয়মিত ইন্টারনেট + ১ জিবি কনটেন্ট (আইফ্লিক্স, রবি টিভি, মাই স্পোর্টস বোনাস) + ১ জিবি ৪জি বোনাস।
  • সিম চালু হওয়ার দিন থেকে এটি ১ মাসে ৪ বার কেনা যাবে, এবং সপ্তাহে একবার, যার মেয়াদ থাকবে ৭ দিন।
  • নতুন সিমের গ্রাহকের জন্যে এটি প্রযোজ্য।

চালুকরণ বোনাস:

  • মূল অ্যাকাউন্টে ৫ টাকা ব্যালেন্স
    • মেয়াদ: ১৫ দিন
  • যে কোন লোকাল নম্বরে ৫০টি ফ্রি এসএমএস
    • বোনাস এসএমএস ব্যবহার সময়: ২৪ ঘন্টা
    • মেয়াদ: ৩০ দিন
    • ৩০ দিন মেয়াদ শেষ হওয়ার পরে: ৫০ পয়সা/এসএমএস

অতিরিক্ত ৪.৫জি অফার:

ফ্রি ৪.৫জি ইন্টারনেট ৪ জিবি:

  • ৪ দিনের জন্যে ১ জিবি/দিন, কেবল ৪.৫জি
  • *১২৩*৪৪#

অতিরিক্ত তথ্য:

  • প্যাকের মেয়াদকালীন সময়ে কোন পিপিইউ শক পাবেন না।
  • মূল প্যাকের সমানই বোনাসের মেয়াদ হবে।
  • আইফ্লিক্স, মাইস্পোর্টস্ রবি টিভি ও ইয়োন্ডারের জন্যে বোনাস ব্যবহার করা যাবে।
  • অবশিষ্ট ইন্টারনেট ব্যালেন্স ও মেয়াদ চেক করতে *১২৩*৩*৫# ডায়াল করুন।
  • প্রিপেইড সাধারণ গ্রাহকদের জন্যে ইজিলোড রিচার্জ ও স্ক্র্যাচ কার্ড প্রযোজ্য হবে।
  • প্রিপেইড ও পোস্টপেইড সাধারণ গ্রাহকদের জন্যে ইউএসএসডি ভিত্তিক ডাটা প্যাক প্রযোজ্য হবে।
  • বুস্টার পেতে হলে *৮৪৪৪*৫# ডায়াল করুন।

সাধারণ শর্ত:

  • বিদ্যমান মেয়াদকালে একাধিকবার রিচার্জ করা হলে সর্বোচ্চ মেয়াদের সময়কাল কার্যকর থাকবে।
  • (রিচার্জ-ভিত্তিক রেট-কাটার শেষ হওয়ার পরে)ডিফল্ট কলরেট ২১ পয়সা/ ১০ সেকেন্ড প্রযোজ্য হবে।
  • একটি হ্যান্ডসেট কেবল একবারই রিচার্জ ভিত্তিক (৩৪/৯/৫৪ টাকা রিচার্জে) আকর্ষণীয় এই ইন্টারনেট অফারের উপযুক্ত হবে, একাধিক সিম থাকলেও।
  • প্রতিটি নতুন রবি প্রিপেইড সংযোগের ক্ষেত্রে গ্রাহক আকর্ষণীয় মূল্যে ১৬ জিবি ইন্টারনেট উপভোগ করতে পারবেন।
  • অব্যবহৃত ইন্টারনেট পরে ব্যবহার করা যাবে না।
  • এই নতুন প্যাকে মাইগ্রেশন করা যাবে না। তবে, এই প্যাক থেকে অন্যত্র মাইগ্রেশন করা যাবে। অন্যান্য রবি প্যাকেজে মাইগ্রেশন করলে গ্রাহক তার বিদ্যমান ডাটা প্যাক (যদি থাকে) ব্যবহার করতে পারবেন।
  • যে কোন সময়ে রবি এই অফারে পরিবর্তন আনতে পারে।
  • সীমিত সময়ের জন্যে অফারটি কার্যকর থাকবে।
  • ব্যালেন্স চেক কোডসমূহ:
বিস্তারিত কোড
কী অ্যাকাউন্ট ব্যালেন্স * ২২২ #
বোনাস এসএমএস ২২২ * ১২ #
ইন্টারনেট / বোনাস ইন্টারনেট * ১২৩ * ৩ * ৫ #
রবি-রবি/এয়ারটেল মিনিটস * ২২২ * ২ #

With every Robi prepaid connection you can now enjoy 16 GB of attractive price internet!

1 GB internet at 9 taka

For the first time, you can buy 1 GB internet by recharging Easyload recharge of 9 Taka after 34 or 54 Easyload recharge.

If you want to buy 1 GB internet pack at 9 taka, you must have first recharge of 34 taka or 54 taka. Recharge for the first time means that it has never been recharged before.

  • 1 GB internet pack Duration: 7 calendar days (from the date of acceptance)
  • Internet usage time: 24 hours
  • How many times can be taken:
    • Once in a month for max 16 months
    • 1 GB internet packs are prohibited within 30 calendar days from the day of purchase.
    • If you recharge 9 Taka within 30 days, it will be accepted as the normal main account balance, and 1GB will not be allocated to the internet.

2 GB internet and 35Robi/Airtel minutes along with BDT 25 in Main Account

For the First time recharge of BDT 54, subscribers will be able to enjoy:

  • 2 GB Internet and 35 minutes (Robi-Robi/Airtel) with a validity of 7 days
  • BDT 25 in Main Account
  • It is a one-time offer only for the First Time Recharge of newly activated SIMs

Recharge-based rate-cutter:

Details Easy load recharge of 29 Taka
Robi-Robi / Airtel (paisa / second) 0.5
Robi – Other operators (paisa / second) 1
Validity (day) 30 (in case of 34 taka first time recharge or 29 taka recharge) 90 (in case of 54 taka first time recharge)

Special data pack:

  • 3 GB internet= 1GB Regular Internet+ 1GB content (IFLIX, Robi TV, My Sports Bonus) + 1GB 4G bonus @ 51 taka
  • It can be bought 4 times in 1 month and once in a week for 12 months from the day of SIM activation, which will be valid for 7 days
  • Only applicable for new SIM customers

Activation Bonus:

  • Balance Tk. 5 to the main account
    • Duration: 15 days
  • 50 free SMS to any local number
    • Bonus SMS usage time: 24 hours
    • Duration: 30 days
    • 30 days after expiration: 50 paisa / Local sms

Additional 4.5 G Offer

4GB free 4.5G Internet:

  • 1GB/day for 4 days; 4.5G only
  • *123*44#

Additional information:

  • NO PPU Bill shock within pack validity
  • Bonus validity is same as that of the principal pack
  • Bonus can be used for iFlix, MySports and Robi TV (subject to subscribers having valid subscription)
  • To check remaining internet balance and validity dial *123*3*5#
  • EL recharge and scratch card are for  Prepaid General Subscribers
  • USSD based data packs are for Prepaid and Postpaid General subscribers.
  • Dial *8444*5# for Boosters.

General Conditions:

  • Maximum timeout period will be effective if the recharge is done multiple times during the existing period.
  • The default call rate (at the end of the recharge-based rate-cutter) will be 21 paisa / 10 sec.
  • A handset will be eligible for an attractive offer of only one rechargeable (Tk. 34/9 / 54recharge) at the same time, even if there are multiple SIMs.
  • For each new Robi Prepaid connection, subscriber can enjoy 16GB of attractive price internet.
  • Unused internet volumes cannot be used at the end.
  • Customers from other package can’t migrate to this package. However, migration can be done from this pack elsewhere. If the migration to other Robi packages, the customer can use his existing data pack (if any).
  • Robi can make changes to this offer at any time.
  • Offer will be valid for a limited time.
  • Balance Check Codes:
Details Code
Key Account Balance * 222 #
Bonus SMS * 222 * 12 #
Internet / Bonus Internet * 123 * 3 * 5 #
Robi-Robi/Airtel Minutes * 222 * 2 #

5% supplementary duty, 15% VAT and 1% surcharge will be applicable on the original tariff.

Read more at https://www.robi.com.bd/packages/prepaid/new-connections/regular-package#OhrhlJziZGiISZFz.99

Comments

comments